আন্তর্জাতিক টিকিটে ১৫% ছাড় দিয়েছে বিমান বাংলাদেশ
নির্দিষ্ট কয়েকটি আন্তর্জাতিক রুটের ফ্লাইটের টিকিটে ১৫ থেকে ২০ শতাংশ ছাড় দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ১৩তম বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার উপলক্ষ্যে ৩০ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত কাটা টিকিটে এই ছাড় পাওয়া যাবে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স থেকে জানা গেছে, মেলা চলাকালীন টরন্টো, ম্যানচেস্টার, সিঙ্গাপুর, ব্যাংকক, চেন্নাই, রোম, গুয়াঞ্জু, কাঠমান্ডু, কোলকাতা এবং দিল্লি রুটের ফ্লাইটে এই ছাড় পাওয়া যাবে। শুধুমাত্র লন্ডন রুটের বৃহস্পতিবারের ফ্লাইটে ২০ শতাংশ ছাড় দেওয়া হবে।
যাত্রীরা মেলা থেকে অথবা বিমানের বাণিজ্যিক ওয়েবসাইটে BGBTTF25 প্রমোকোড ব্যবহার করে টিকিট কাটলে এই ছাড় পাবেন।
বর্তমানে বিমান দেশের অভ্যন্তরীণ সব বিমানবন্দরসহ আন্তর্জাতিক রুটে রোম, আবুধাবি, ব্যাংকক, গুয়াঞ্জু, কোলকাতা, দিল্লি, দাম্মাম, দোহা, দুবাই, চেন্নাই, টরন্টো, জেদ্দা, কাঠমান্ডু, কুয়েত, লন্ডন, কুয়ালালামপুর, ম্যানচেস্টার, ওমান, মদীনা, রিয়াদ, শারজাহ, সিঙ্গাপুরে ফ্লাইট পরিচালনা করে।
এবারের ট্যুরিজম মেলায় মোট ২২০টি স্টল থাকবে। মেলায় অংশ নেবেন মালয়েশিয়া, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপসহ ১২টি দেশের প্রতিনিধি ও পর্যটন খাতের দেশি-বিদেশি দুই হাজারের বেশি ব্যবসায়ী।
এবারের মেলার টাইটেল স্পনসর হিসেবে থাকবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেড। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। মেলায় প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা। তবে ছাত্রছাত্রী, মুক্তিযোদ্ধা ও জুলাই যোদ্ধাদের জন্য মেলায় প্রবেশ উন্মুক্ত থাকবে।
Make Comment
Login to CommentPopular News
Subscribe to News Letter
Latest News
Weather Outlook
Clear
Dhaka, Bangladesh
Wind: 9 kmph · Precip: 0 mm · Pressure: 1009 mb
25.1°C
Fri
27.1°C
Sat
25.7°C
Sun
25.2°C