দুই ক্যাটাগরিতে সেরা এয়ারলাইন্স হলো এয়ার অ্যাস্ট্রা
শনিবার অনুষ্ঠিত ‘শেয়ারট্রিপ-মনিটর এয়ারলাইন অব দ্য ইয়ার ২০২৪’ এ এয়ার অ্যাস্ট্রা ৪টি বিভাগে পুরস্কৃত হয়েছে। গ্রাহক পরিষেবা, সময়ানুবর্তিতা এবং সামগ্রিক বিমানবন্দর অভিজ্ঞতায় শ্রেষ্ঠত্বের প্রতি এয়ারলাইনটির ধারাবাহিক নিবেদন উল্লেখযোগ্য স্বীকৃতি লাভ করেছে।
যাত্রী সন্তুষ্টির প্রতি অবিচল প্রতিশ্রুতির প্রমাণস্বরূপ, এয়ার অ্যাস্ট্রা ‘মোস্ট কাস্টমার ফ্রেন্ডলি এয়ারলাইন (ডোমেস্টিক) এবং বেস্ট এয়ারপোর্ট সার্ভিস (ডোমেস্টিক) ক্যাটাগরিতে গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে। এয়ার অ্যাস্ট্রার পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করেন এয়ারলাইনটির চিফ কমার্শিয়াল অফিসার মেজবাউল ইসলাম।
ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে এ বছরের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম।
২০২২ সালের ২৪ নভেম্বর থেকে দেশের অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনা শুরু করে এয়ার অ্যাস্ট্রা। বর্তমানে ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটে প্রতিদিন ৪টি ও ঢাকা-চট্টগ্রাম-ঢাকা রুটে প্রতিদিন ৫টি, ঢাকা-সিলেট-ঢাকা রুটে ২টি এবং সৈয়দপুর রুটে প্রতিদিন ২টি ফ্লাইট পরিচালনা করছে এয়ার অ্যাস্ট্রা। এয়ার অ্যাস্ট্রার বহরে বর্তমানে চারটি এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফট রয়েছে, যা ফ্রান্সে নির্মিত সর্বাধুনিক প্রযুক্তির নিরাপদ টার্বোপ্রপ এয়ারক্রাফট।
Make Comment
Login to CommentPopular News
Subscribe to News Letter
Latest News
Weather Outlook
Clear
Dhaka, Bangladesh
Wind: 10.8 kmph · Precip: 0 mm · Pressure: 1009 mb
26.1°C
Thu
27.5°C
Fri
27.1°C
Sat
25.7°C