আদ্দিস আবাবায় বাংলাদেশের দূতাবাসে চালু হলো ই-পাসপোর্ট সেবা
ইথিওপিয়া ও আশেপাশের দেশগুলিতে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের কনস্যুলার সেবা উন্নত করার জন্য আদ্দিস আবাবায় বাংলাদেশ দূতাবাস আনুষ্ঠানিকভাবে ই-পাসপোর্ট সেবা শুরু করেছে। মঙ্গলবার বিকেলে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে ইথিওপিয়ার রাষ্ট্রদূত এয়ার ভিস মাশাল সিতওয়াত নাঈম, জানিয়েছে দূতাবাসের একটি প্রেস বিজ্ঞপ্তি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—গৃহমন্ত্রণালয়ের উপ-পরিচালক এম. আনোয়ার পারভেজ, পরিচালক (ফাইন্যান্স ও প্রশাসন) শিহাব উদ্দিন খান এবং বাংলাদেশে ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় সীমান্ত নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রকল্পের ডেপুটি প্রকল্প পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মনজুর-ই-এলাহী।
প্রধান অতিথির ভাষণে রাষ্ট্রদূত নাঈম ২০২৪ সালের জুলাই আন্দোলনের শহীদদের স্মরণ করেন এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের প্রবীণ মুক্তিযোদ্ধাদের সম্মান জানান। তিনি বলেন, ইথিওপিয়া ও তিনটি পার্শ্ববর্তী দেশে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের জন্য আদ্দিস আবাবা মিশনের ই-পাসপোর্ট সেবা ইমিগ্রেশন প্রক্রিয়াকে অনেক সহজ করবে।
তিনি আরও উল্লেখ করেন, ই-পাসপোর্টের আধুনিক প্রযুক্তি বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতি বাড়াবে এবং অন্য দেশগুলোকে ভিসা-মুক্তির জন্য বাংলাদেশের সঙ্গে চুক্তি করার দিকে উৎসাহিত করতে পারে। সংক্ষিপ্ত ভাষণে লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মনজুর-ই-এলাহী ই-পাসপোর্ট প্রযুক্তির গুরুত্ব এবং এটি সঠিকভাবে ও কার্যকরভাবে ব্যবহার করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
রাষ্ট্রদূত নাঈম ই-পাসপোর্ট প্রকল্পের টিম এবং গৃহমন্ত্রণালয়ের ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরকে (DIP) ধন্যবাদ জানান, যাঁদের সহায়তায় আদ্দিস আবাবা মিশন বাংলাদেশি দূতাবাসগুলোর মধ্যে ই-পাসপোর্ট সেবা চালু করা ৬৮তম মিশন হিসেবে পরিগণিত হলো।
Make Comment
Login to CommentPopular News
Subscribe to News Letter
Latest News
Weather Outlook
Clear
Dhaka, Bangladesh
Wind: 6.8 kmph · Precip: 0 mm · Pressure: 1012 mb
18.1°C
Tue
22.3°C
Wed
22.1°C
Thu
21.6°C