দিল্লি ও আগরতলায় বাংলাদেশের ভিসা ও কনসুলার সেবা স্থগিত
সিনিয়র প্রতিবেদক
| Published: Monday, December 22, 2025
ছবি: সংগৃহীত
অপ্রত্যাশিত নিরাপত্তাজনিত পরিস্থিতির প্রেক্ষাপটে ভারতের রাজধানী দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের এবং আগরতলায় অবস্থিত উপ হাইকমিশনের সব ধরনের কনসুলার ও ভিসা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এসব সেবা বন্ধ থাকবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, গত শনিবার রাতে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে উগ্রবাদী সংগঠন ‘অখণ্ড হিন্দু রাষ্ট্রসেনা’র প্রায় ২০ থেকে ২৫ জন সদস্য বিক্ষোভ প্রদর্শন করে। প্রায় ২০ মিনিট ধরে চলা ওই বিক্ষোভে তারা বাংলাদেশবিরোধী স্লোগান দেয় এবং ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে প্রকাশ্যে হুমকি প্রদান করে।
এ বিষয়ে রোববার বিকেলে ঢাকায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেন, দিল্লির কূটনৈতিক এলাকা সাধারণত অত্যন্ত সুরক্ষিত। এমন এলাকায় হিন্দু চরমপন্থীদের প্রবেশ ও বিক্ষোভ কোনোভাবেই প্রত্যাশিত নয়। কীভাবে তারা সেখানে প্রবেশের সুযোগ পেল এ বিষয়টি উদ্বেগজনক।
তিনি আরও জানান, ঘটনার পর থেকে দিল্লিতে অবস্থানরত হাইকমিশনারের পরিবার ঝুঁকি বোধ করছে এবং হুমকি অনুভব করছে। এই প্রেক্ষাপটেই সাময়িকভাবে কনসুলার ও ভিসা সেবা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Make Comment
Login to CommentPopular News
Subscribe to News Letter
Latest News
Weather Outlook
Clear
Dhaka, Bangladesh
Wind: 7.2 kmph · Precip: 0 mm · Pressure: 1012 mb
19.9°C
Tue
22.3°C
Wed
22.1°C
Thu
21.6°C