কক্সবাজারকে দেশের প্রথম ক্যাশলেস জেলা করার পরিকল্পনা : বাংলাদেশ ব্যাংক গভর্নর
ছবি: এভিয়েশন এক্সপ্রেস
শনিবার চট্টগ্রামে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক (বাংলাদেশ ব্যাংক) গভর্নর আহসান হ মানসুর ঘোষণা করেছেন, কক্সবাজারকে দেশের প্রথম ক্যাশলেস জেলা হিসেবে গড়ে তোলা হবে। গভর্নর জানিয়েছেন, দেশের প্রতিটি নাগরিকের কাছে Tk ৬,০০০–৭,০০০ মূল্যের স্মার্টফোন পৌঁছানো প্রয়োজন যাতে বাংলাদেশ সম্পূর্ণভাবে ক্যাশলেস হতে পারে। তিনি বলেন, কেন্দ্রীয় ব্যাংকের লক্ষ্য ২০২৭ সালের মধ্যে অন্তত ৭৫ শতাংশ খুচরা লেনদেন ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে সম্পন্ন করা।
আহসান হ মানসুর চট্টগ্রামের আঞ্চলিক ও বৈশ্বিক সংযোগ শক্তিশালী করার গুরুত্বের ওপর গুরুত্ব দেন। তিনি উদাহরণ দেন সিঙ্গাপুর, দুবাই ও হংকং-এর সঙ্গে মিলিয়ে বলেন, “বাংলাদেশকে চট্টগ্রামের আঞ্চলিক ও বৈশ্বিক সংযোগ শক্তিশালী করতে হবে, যাতে এই অঞ্চলের অর্থনৈতিক ও কৌশলগত সম্ভাবনা পূর্ণরূপে কাজে লাগানো যায়।”
তিনি জানান, শীঘ্রই সব সমুদ্রবন্দর ও বিমানবন্দরে ২৪/৭ রিয়েল-টাইম গ্রস সেটেলমেন্ট (RTGS) সিস্টেম চালু করা হবে। এর মাধ্যমে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার তৎক্ষণিক হবে এবং আমদানি-রফতানি কার্যক্রম আরও সহজ হবে।
এছাড়া, উৎপাদন খাতে পর্যাপ্ত ও সাশ্রয়ী ঋণ নিশ্চিত করার প্রয়োজনীয়তা তুলে ধরে গভর্নর বলেন, জেলা ও গ্রামীণ পর্যায়ে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ (SME) এবং কৃষি ঋণ সম্প্রসারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কক্সবাজার, দেশের প্রধান পর্যটন কেন্দ্র হিসেবে, প্রতি বছর লাখ লাখ দেশি-বিদেশি পর্যটকের আগমন ঘটে। ক্যাশলেস রূপান্তর যাত্রী, ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের লেনদেনকে আরও সহজ ও স্বচ্ছ করবে।
বাংলাদেশে গত কয়েক বছরে ডিজিটাল পেমেন্ট অবকাঠামো দ্রুত সম্প্রসারিত হয়েছে। বিকাশ, নগদ ও রকেটের মতো মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসগুলো দেশের কোটি কোটি ব্যবহারকারীকে সেবা প্রদান করছে। তবে গ্রামীণ এলাকা ও ছোট শহরে নগদ লেনদেন এখনও প্রাধান্য পাচ্ছে।
সার্বিকভাবে, সরকারের ডিজিটাল অর্থনীতির উদ্যোগ আর্থিক অন্তর্ভুক্তির লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। কেন্দ্রীয় ব্যাংকের ২০২৭ সালের ৭৫ শতাংশ ডিজিটাল খুচরা লেনদেনের লক্ষ্য বর্তমান পর্যায় থেকে একটি বড় অগ্রগতিকে চিহ্নিত করছে।
Make Comment
Login to CommentPopular News
Subscribe to News Letter
Latest News
Weather Outlook
Clear
Dhaka, Bangladesh
Wind: 7.2 kmph · Precip: 0 mm · Pressure: 1012 mb
19.9°C
Tue
22.3°C
Wed
22.1°C
Thu
21.6°C