আন্তর্জাতিক বিমান চলাচলে সক্ষমতা বৃদ্ধিতে ICAO এর প্রশিক্ষণ কার্যক্রম শুরু
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা (আইসিএও) বিশ্বজুড়ে বিমান খাতের পেশাজীবীদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে এয়ার ট্রান্সপোর্ট প্রফেশনাল ট্রেনিং প্রোগ্রাম নামে একটি বিশেষায়িত অনলাইন প্রশিক্ষণ কোর্স চালু করেছে। এই কর্মসূচির মাধ্যমে আন্তর্জাতিক বিমান পরিবহন বিধিমালা ও অর্থনীতি বিষয়ে গভীর জ্ঞান অর্জনের সুযোগ পাবেন সংশ্লিষ্ট পেশাজীবীরা।
আইসিএওর ওয়েবসাইট অনুযায়ী, সম্পূর্ণ ইংরেজি ভাষায় পরিচালিত এই অনলাইন প্রশিক্ষণ কর্মসূচিতে তিনটি সমন্বিত কোর্স অন্তর্ভুক্ত রয়েছে— এয়ার ট্রান্সপোর্ট রেগুলেশন, এয়ার ট্রান্সপোর্ট রেগুলেশন ইস্যুজ এবং এয়ার ট্রান্সপোর্ট ইকোনমিকস। এসব কোর্সের মাধ্যমে অংশগ্রহণকারীরা আন্তর্জাতিক নিয়ন্ত্রক কাঠামো, প্রতিযোগিতা ও যাত্রী অধিকারসহ গুরুত্বপূর্ণ শিল্প চ্যালেঞ্জ এবং বৈশ্বিক বিমান চলাচলকে প্রভাবিতকারী মৌলিক অর্থনৈতিক নীতিমালা সম্পর্কে ধারণা লাভ করবেন।
এই প্রশিক্ষণ কর্মসূচিটি মূলত বিমান পরিবহন নিয়ন্ত্রণ, নীতিনির্ধারণ, এয়ারলাইন ও বিমানবন্দর ব্যবস্থাপনা এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সঙ্গে যুক্ত পেশাজীবীদের জন্য প্রণীত। একই সঙ্গে এটি ক্যারিয়ারের শুরুতে থাকা পেশাজীবী এবং বিমান পরিবহন নীতি ও অর্থনীতিতে একটি শক্ত ভিত্তি গড়ে তুলতে আগ্রহীদের জন্যও উপযোগী।
স্ব-গতিতে সম্পন্নযোগ্য এই কোর্সটি নয় মাসের মধ্যে শেষ করার সুপারিশ করা হয়েছে। দ্রুত পরিবর্তনশীল বিমান পরিবহন শিল্পে আন্তর্জাতিক মানদণ্ড বাস্তবায়ন নিশ্চিত করা এবং মানবসম্পদের দক্ষতা বৃদ্ধি—আইসিএওর সামগ্রিক লক্ষ্য পূরণে এই প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংস্থাটি জানিয়েছে।
কর্মসূচিটি সফলভাবে সম্পন্ন করলে অংশগ্রহণকারীরা নিয়ন্ত্রক ও অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় আরও সক্ষম হবেন, নীতিনির্ধারণ প্রক্রিয়ায় অবদান রাখতে পারবেন এবং বৈশ্বিক বিমান খাতের টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে সহায়তা করবেন। কোর্সটি সম্পর্কে বিস্তারিত তথ্য আইসিএওর অনলাইন স্টোরে পাওয়া যাবে।
Make Comment
Login to CommentPopular News
Subscribe to News Letter
Latest News
Weather Outlook
Clear
Dhaka, Bangladesh
Wind: 7.2 kmph · Precip: 0 mm · Pressure: 1012 mb
19.9°C
Tue
22.3°C
Wed
22.1°C
Thu
21.6°C