বাংলাদেশে ওমান এয়ার পরিচালনার ৫ বছর পূর্তি উদযাপন
সিনিয়র প্রতিবেদক
| Published: Saturday, December 20, 2025
ছবি: এভিয়েশন এক্সপ্রেস
বাংলাদেশে
টানা পাঁচ বছর ধরে
পরিচালনা সম্পন্ন করার মাইলফলক উদ্যাপন করেছে ওমান
এয়ার। মাসকাট হাব ব্যবহার করে
বাংলাদেশ ও মধ্যপ্রাচ্যের মধ্যে
আকাশপথের সংযোগ আরও শক্তিশালী হয়েছে।
বৃহস্পতিবার এই উপলক্ষে
ঢাকার গুলশানে ওমান এয়ারের সিটি
অফিসে কেক কাটার অনুষ্ঠানের
আয়োজন করা হয়।
অনুষ্ঠানে
নেতৃত্ব দেন গ্যালাক্সি বাংলাদেশ-এর প্রেসিডেন্ট ও
প্রধান নির্বাহী কর্মকর্তা আহমেদ ইউসুফ ওয়ালিদ। বাংলাদেশে ওমান এয়ারের জেনারেল
সেলস এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করছে গ্যালাক্সি
বাংলাদেশ।
অনুষ্ঠানে আরও
উপস্থিত ছিলেন গ্যালাক্সি বাংলাদেশের চেয়ারম্যান তৌফিক উদ্দিন আহমেদ, ওমান এয়ারের সেলস
ম্যানেজার আবু সালেহ রিজভী
এবং এয়ার গ্যালাক্সি লিমিটেডের
সিনিয়র ম্যানেজার (সেলস) মো. জাহিদুল হাসান।
ওমান এয়ার ও জিএসএ-এর কর্মকর্তা ও
কর্মচারীবৃন্দরাও অনুষ্ঠানে অংশ নেন।
ওমান এয়ারের
প্রতিনিধিরা জানান, বাংলাদেশ একটি ধারাবাহিকভাবে বেড়ে
ওঠা বাজার। যাত্রী চাহিদা স্থিতিশীল থাকার পাশাপাশি বাণিজ্য ও শ্রমবাজারে দৃঢ়
সম্পর্ক এ প্রবৃদ্ধিকে এগিয়ে
নিচ্ছে। মাসকাট হয়ে মধ্যপ্রাচ্য, ইউরোপসহ
অন্যান্য গন্তব্যে ট্রানজিট সংযোগ বাংলাদেশি ভ্রমণকারীদের মধ্যে ক্রমেই আগ্রহ বাড়াচ্ছে।
গত পাঁচ
বছরে ওমান এয়ার নির্ভরযোগ্য
সেবা প্রদান, প্রতিযোগিতামূলক সংযোগ এবং উন্নত গ্রাহক
অভিজ্ঞতা নিশ্চিত করতে গুরুত্ব দিয়েছে।
পাশাপাশি, দেশের বিমান ও ভ্রমণ খাতের
স্থানীয় অংশীদারদের সঙ্গে সহযোগিতাও জোরদার করেছে।
ওমান সালতানাতের
জাতীয় বিমান সংস্থা ওমান এয়ার ১৯৯৩
সালে প্রতিষ্ঠিত হয় এবং মাসকাটকে
প্রধান কার্যালয় হিসেবে পরিচালিত হচ্ছে। বর্তমানে এটি মধ্যপ্রাচ্য, এশিয়া,
আফ্রিকা ও ইউরোপজুড়ে ওয়াইড-বডি ও ন্যারো-বডি উড়োজাহাজের আধুনিক
বহর নিয়ে একটি পূর্ণাঙ্গ
আন্তর্জাতিক এয়ারলাইনে পরিণত হয়েছে।
ওমানের
পর্যটন উন্নয়ন ও অর্থনৈতিক বহুমুখীকরণ
কৌশলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এই এয়ারলাইন। মাসকাট
আন্তর্জাতিক বিমানবন্দরকে হাব হিসেবে ব্যবহার
করে প্রিমিয়াম অনবোর্ড পণ্য, পুরস্কারপ্রাপ্ত সেবামান এবং নির্বিঘ্ন সংযোগ
প্রদান করছে ওমান এয়ার।
Make Comment
Login to CommentPopular News
Subscribe to News Letter
Latest News
Weather Outlook
Clear
Dhaka, Bangladesh
Wind: 7.2 kmph · Precip: 0 mm · Pressure: 1012 mb
19.9°C
Tue
22.3°C
Wed
22.1°C
Thu
21.6°C