দেশে ফিরতে ট্রাভেল ডকুমেন্ট সংগ্রহ করলেন তারেক রহমান
সিনিয়র প্রতিবেদক
| Published: Thursday, December 18, 2025
ছবি: সংগৃহীত।
দীর্ঘ
নির্বাসিত জীবন শেষ করে ২৪ ডিসেম্বর লন্ডন থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন বিএনপি'র
ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান।
কিন্তু
প্রয়োজনীয় পাসপোর্ট না থাকায় তার পক্ষ থেকে বৃহস্পতিবার বাংলাদেশ দূতাবাস থেকে ট্রাভেল
ডকুমেন্ট সংগ্রহ করা হয়। তারেক রহমানের পক্ষ থেকে বিএনপি নেতা কামাল উদ্দিন তা সংগ্রহ
করেন।
পূর্বে বিমান কর্তৃপক্ষ জানায়, ৭৮৭ মডেলের একটি বিমানে
চড়ে আরো অন্যান্য যাত্রীদের সঙ্গে ২৫ ডিসেম্বর দেশে ফিরবেন।
সূত্র জানায়, তারেক রহমান তার পরিবারের তিনজন সদস্য,
ব্যক্তিগত সরকারী ও প্রেস সচিবসহ মোট ছয়জনের জন্য রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ
এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে ওয়ান-ওয়ে টিকিট সংগ্রহ করেছেন।
আরও জানা গেছে, প্রয়োজনীয় বুকিং প্রক্রিয়া ইতোমধ্যে
সম্পন্ন হয়েছে। তবে এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো
ঘোষণা এখনো দেওয়া হয়নি।
এয়ারলাইন্সের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, “আমরা
তারেক রহমানের নিরাপত্তা সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি এবং প্রয়োজনীয়
সমন্বয় করা হচ্ছে।”
এদিকে বিএনপির পক্ষ থেকেও দেশে তারেক রহমানের প্রত্যাবর্তন
ঘিরে প্রস্তুতি চলছে।
দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, “দীর্ঘদিনের
নির্বাসিত জীবন শেষে আমাদের নেতা দেশে ফেরার প্রক্রিয়াকে ঘিরে দলীয় ও সাংগঠনিক আনুষ্ঠানিকতা
সম্পন্ন করা হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে প্রয়োজনীয় সমন্বয়
রাখা হচ্ছে।”
দলীয় সূত্র জানায়, তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে
দলের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ে কর্মসূচি ও শৃঙ্খলাবিধি নিয়ে আলোচনা চলছে। একই সঙ্গে
বিমানবন্দর ও রাজধানীতে সম্ভাব্য নিরাপত্তা ও জনসমাগম ব্যবস্থাপনা নিয়েও প্রস্তুতি
নেওয়া হচ্ছে।
Make Comment
Login to CommentPopular News
Subscribe to News Letter
Latest News
Weather Outlook
Clear
Dhaka, Bangladesh
Wind: 6.8 kmph · Precip: 0 mm · Pressure: 1012 mb
18.1°C
Tue
22.3°C
Wed
22.1°C
Thu
21.6°C