Logo
এভিয়েশন এয়ারপোর্টস উৎপাদনকারী পর্যটন হোটেলস প্রবাস লাইফ স্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি আরও

Aviation Express

Aviationexpress.news is Under Development
Final version is coming soon...

ড্রোন ও অ্যারোস্পেস গবেষণায় একসঙ্গে কাজ করবে বিমান বাহিনী ও এএইউবি

ডেস্ক রিপোর্ট | Published: Sunday, December 21, 2025
ড্রোন ও অ্যারোস্পেস গবেষণায় একসঙ্গে কাজ করবে বিমান বাহিনী ও এএইউবি

আইএসপিআর


অ্যাভিয়েশন ও অ্যারোস্পেস খাতে প্রশিক্ষণ, গবেষণা এবং উন্নয়ন কার্যক্রম জোরদারের লক্ষ্যে বাংলাদেশ বিমান বাহিনী এবং অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ (এএইউবি)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।


রোববার বাংলাদেশ বিমান বাহিনী সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে এই এমওইউ স্বাক্ষর হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।  


সমঝোতা স্মারকের আওতায় উভয় প্রতিষ্ঠান ড্রোন ও অ্যারোস্পেস প্ল্যাটফর্মভিত্তিক ব্যবহারিক প্রশিক্ষণ, ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং, অন-দ্য-জব ট্রেনিং, ইন্টার্নশিপ কর্মসূচি এবং যৌথ গবেষণা ও উন্নয়ন কার্যক্রমে পারস্পরিক সহযোগিতা করবে। এতে ব্যবহারিক দক্ষতা অর্জন, কার্যকরী অভিজ্ঞতা এবং আধুনিক অ্যাভিয়েশন ও অ্যারোস্পেস প্ল্যাটফর্মভিত্তিক গবেষণার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।


উন্নত প্রশিক্ষণ সমন্বয়, শক্তিশালী গবেষণা সহযোগিতা এবং প্ল্যাটফর্মভিত্তিক জ্ঞান বিনিময়ের মাধ্যমে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে এই অংশীদারিত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন। একই সঙ্গে এটি দেশের অ্যাভিয়েশন ও অ্যারোস্পেস খাতে নিজস্ব সক্ষমতা গড়ে তোলার পাশাপাশি জাতীয় আত্মনির্ভরতা ও প্রযুক্তিগত অগ্রগতিতে অবদান রাখবে বলে মনে করা হচ্ছে।


অনুষ্ঠানে বিমান সদরদপ্তরের প্রিন্সিপাল স্টাফ অফিসারবৃন্দ (পিএসও), এএইউবির ভাইস চ্যান্সেলর, বাংলাদেশ বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিরা, এএইউবির কর্মকর্তাবৃন্দ এবং অন্যান্য বেসামরিক খাতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ অ্যাভিয়েশন সংক্রান্ত বাংলাদেশের একমাত্র বিশেষায়িত সরকারি বিশ্ববিদ্যালয়। এটি বাংলাদেশ সরকারের অর্থায়নে ৪৬ তম সরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে নির্মিত হয়।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Weather Outlook

Clear

Dhaka, Bangladesh

Wind: 7.2 kmph · Precip: 0 mm · Pressure: 1012 mb

19.9°C

Tue

22.3°C

Wed

22.1°C

Thu

21.6°C

Related News