ইঞ্জিন নষ্ট হয়ে সেন্ট মার্টিন থেকে ফিরতে পারেনি ৩০০ পর্যটক
ছবি: সংগৃহীত
সেন্ট মার্টিন দ্বীপ থেকে কক্সবাজারে ফেরার পথে ইঞ্জিন বিকল হয়ে বঙ্গোপসাগরে আটকা পড়ে পর্যটকবাহী জাহাজ ‘কেরি ক্রুজ অ্যান্ড ডাইন’। শনিবার (১৩ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে জাহাজটি কারিগরি ত্রুটির কারণে সমুদ্রে ভাসমান অবস্থায় পড়ে যায়। এতে জাহাজে থাকা ৩০০-এর বেশি পর্যটক প্রায় এক ঘণ্টারও বেশি সময় চরম ভোগান্তিতে পড়েন।
জানা যায়, বিকেল আনুমানিক ৫টার দিকে জাহাজটির ইঞ্জিনে হঠাৎ প্রযুক্তিগত সমস্যা দেখা দেয়। ফলে কক্সবাজারগামী জাহাজটি সমুদ্রে চলাচল বন্ধ হয়ে যায়। পরে জাহাজের ক্রুদের প্রচেষ্টায় সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে ইঞ্জিনের ত্রুটি সারানো সম্ভব হয় এবং জাহাজটি পুনরায় কক্সবাজারের উদ্দেশে যাত্রা শুরু করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সি ক্রুজ ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর গণমাধ্যমকে বলেন, “ইঞ্জিনে কারিগরি সমস্যার কারণে জাহাজটি কিছু সময়ের জন্য সমুদ্রে আটকা পড়ে। বর্তমানে জাহাজটি নিরাপদে কক্সবাজারের দিকে যাত্রা করছে। আমি সরাসরি জাহাজের মাস্টারের সঙ্গে কথা বলেছি।”
সূত্র জানায়, জাহাজে থাকা অধিকাংশ যাত্রী ছিলেন পর্যটক, যারা কক্সবাজার–সেন্ট মার্টিন নৌপথে ভ্রমণ উপভোগ করছিলেন। এ ঘটনায় কোনো হতাহত বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, সরকারি অনুমোদনের পর গত ১ ডিসেম্বর থেকে কক্সবাজার–সেন্ট মার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়। সরকারি নির্দেশনা অনুযায়ী এসব সেবা ৩১ জানুয়ারি পর্যন্ত চালু থাকবে।
বাংলাদেশের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র সেন্ট মার্টিন দ্বীপ শীত মৌসুমে হাজারো পর্যটকের আকর্ষণ কেন্দ্র হয়ে ওঠে। প্রবালদ্বীপটির সঙ্গে মূল ভূখণ্ড কক্সবাজারের প্রধান যোগাযোগ মাধ্যম হলো সামুদ্রিক নৌযান।
Make Comment
Login to CommentPopular News
Subscribe to News Letter
Latest News
Weather Outlook
Clear
Dhaka, Bangladesh
Wind: 6.8 kmph · Precip: 0 mm · Pressure: 1012 mb
18.1°C
Tue
22.3°C
Wed
22.1°C
Thu
21.6°C