Logo
এভিয়েশন এয়ারপোর্টস উৎপাদনকারী পর্যটন হোটেলস প্রবাস লাইফ স্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি আরও

Aviation Express

Aviationexpress.news is Under Development
Final version is coming soon...

বিজনেস ও ফার্স্ট ক্লাসের ব্যবধান কমলো

কাতার এয়ারওয়েজ উন্মোচন করল নেক্সট-জেন কিউসুইট

ডেস্ক রিপোর্ট | Published: Saturday, December 20, 2025
কাতার এয়ারওয়েজ উন্মোচন করল নেক্সট-জেন কিউসুইট

ছবি: সংগৃহীত

বিলাসবহুল আকাশভ্রমণে নিজেদের শীর্ষস্থান আরও দৃঢ় করল কাতার এয়ারওয়েজ। এয়ারলাইনটি তাদের বহুল আলোচিত বিজনেস ক্লাস সিট ‘কিউসুইট’-এর পরবর্তী প্রজন্মের সংস্করণ উন্মোচন করেছে। নতুন এই কিউসুইট অফিসিয়ালি প্রকাশ করা হয় ২০২৪ সালের ফার্নবরো ইন্টারন্যাশনাল এয়ারশোতে।


বিশ্বের অন্যতম সেরা বিজনেস ক্লাস সিট হিসেবে পরিচিত কিউসুইটের এই আপডেটেড সংস্করণে বাড়ানো হয়েছে ব্যক্তিগত গোপনীয়তা, উন্নত করা হয়েছে জায়গার ব্যবহার এবং কেবিনে আরও ব্যক্তিগত ও আরামদায়ক পরিবেশ নিশ্চিত করা হয়েছে। এর ফলে যাত্রীদের অভিজ্ঞতা আরও বেশি ফার্স্ট ক্লাসের কাছাকাছি নিয়ে যাওয়া সম্ভব হয়েছে।

দীর্ঘপাল্লার রুটে অনেক এয়ারলাইনের ফার্স্ট ক্লাস সেবা ধীরে ধীরে কমে যাওয়ার প্রেক্ষাপটে কাতার এয়ারওয়েজ বিজনেস ক্লাসেই বড় বিনিয়োগ করছে। এয়ারলাইনটির লক্ষ্য—ফার্স্ট ক্লাসের মতো আরাম ও সুবিধা তুলনামূলক কম মূল্যে বিজনেস ক্লাস যাত্রীদের কাছে পৌঁছে দেওয়া।


উদ্ভাবক থেকে মানদণ্ড

২০১৭ সালে কিউসুইট চালু করার মাধ্যমে বিজনেস ক্লাসের ধারণায় আমূল পরিবর্তন আনে কাতার এয়ারওয়েজ। স্লাইডিং দরজা, প্রতিটি সিট থেকে সরাসরি আইল অ্যাক্সেস এবং একক যাত্রী, দম্পতি বা দলবদ্ধ ভ্রমণের উপযোগী নমনীয় লেআউট কিউসুইটকে দ্রুতই শিল্পের মানদণ্ডে পরিণত করে।


নতুন সংস্করণে কিউসুইটের মৌলিক নকশা অপরিবর্তিত রেখে আরও পরিশীলিত করা হয়েছে। ব্যক্তিগত জায়গার আরও কার্যকর ব্যবহার, উন্নত স্টোরেজ ব্যবস্থা, মসৃণ সিট মেকানিজম এবং আরও ঘেরা অনুভূতি এনে দেওয়া হয়েছে—যা দীর্ঘপাল্লার ফ্লাইটে যাত্রীদের ব্যবহারিক চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।


নমনীয়তা ও মূল্য

কিউসুইটের অন্যতম বৈশিষ্ট্য এর নমনীয়তা। মাঝের সিটগুলো আগের মতোই ডাবল বেডে রূপান্তর করা যায় কিংবা চার সিটের একটি কেবিনে পরিণত করা সম্ভব। দম্পতি, পরিবার কিংবা ব্যবসায়িক সহযাত্রীদের জন্য এটি বিশেষভাবে আকর্ষণীয়। কাতার এয়ারওয়েজ জানিয়েছে, নতুন নকশায় এই রূপান্তর প্রক্রিয়া যাত্রী ও কেবিন ক্রু—উভয়ের জন্যই আরও সহজ করা হয়েছে।


বন্ধ স্যুট, ডাইন-অন-ডিমান্ড সেবা এবং ব্যক্তিগত যত্নের মাধ্যমে কাতার এয়ারওয়েজ বিজনেস ও ফার্স্ট ক্লাসের ব্যবধান আরও কমিয়ে আনছে, যা কর্পোরেট যাত্রী ও নিয়মিত ভ্রমণকারীদের কাছে বিশেষভাবে জনপ্রিয় হচ্ছে।


কোথায় চলবে নতুন কিউসুইট

বর্তমানে কাতার এয়ারওয়েজের দীর্ঘপাল্লার বহরের বড় অংশে কিউসুইট রয়েছে। এয়ারবাস এ৩৫০-১০০০ উড়োজাহাজের সবগুলোতেই কিউসুইট সংযোজিত রয়েছে। পাশাপাশি কিছু এ৩৫০-৯০০ এবং বহু বোয়িং ৭৭৭-৩০০ইআর ও ৭৭৭-২০০এলআর উড়োজাহাজে এই সেবা চালু আছে। তবে কিছু বোয়িং ৭৮৭, এ৩৩০ এবং এ৩৮০ উড়োজাহাজে এখনও পুরোনো বিজনেস ক্লাস কেবিন ব্যবহৃত হচ্ছে।


নেক্সট-জেন কিউসুইট প্রথম চালু হওয়ার কথা রয়েছে কাতার এয়ারওয়েজের ভবিষ্যৎ বোয়িং ৭৭৭-৯ উড়োজাহাজে। যদিও প্রাথমিকভাবে ২০২৫ সালে উড়োজাহাজটি পরিষেবায় আসার কথা থাকলেও, শিল্পখাতজুড়ে বিলম্বের কারণে এটি ২০২৭ সালের আগে চালু নাও হতে পারে। এছাড়া ভবিষ্যতের এয়ারবাস এ৩৫০-১০০০ ডেলিভারিতেও নতুন কিউসুইট যুক্ত হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে এয়ারলাইনটি, তবে এখনো পূর্ণাঙ্গ রেট্রোফিট সময়সূচি ঘোষণা করা হয়নি।


প্রিমিয়াম ভ্রমণ বাজারে প্রতিযোগিতা বাড়তে থাকায় কাতার এয়ারওয়েজের এই কিউসুইট আপডেট স্পষ্ট বার্তা দিচ্ছে—এয়ারলাইনের উদ্ভাবনের প্রধান মঞ্চ এখন বিজনেস ক্লাস, ফার্স্ট ক্লাস নয়।

সূত্র: সিম্পল ফ্লাইং

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Weather Outlook

Clear

Dhaka, Bangladesh

Wind: 6.8 kmph · Precip: 0 mm · Pressure: 1012 mb

18.1°C

Tue

22.3°C

Wed

22.1°C

Thu

21.6°C

Related News