খালেদা জিয়ার জন্য প্রস্তুত কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স
ছবি: সংগৃহীত
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য লন্ডন যেতে পারেন। তার বিদেশ কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রয়েছে । বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় কাতার দূতাবাসে নোট ভার্বাল পাঠিয়ে খালেদা জিয়ার চিকিৎসা স্থানান্তরের আনুষ্ঠানিক ব্যবস্থা করার অনুরোধ জানায়। এর পরিপ্রেক্ষিতে কাতার দূতাবাস ইতিবাচক সাড়া দেয় এবং জানায় যে চিকিৎসক দল ভ্রমণের অনুমতি দিলেই এয়ার অ্যাম্বুলেন্স পাঠানো হবে।
এদিকে বিএনপিও আলাদাভাবে কাতার দূতাবাসে চিঠি দিয়ে লন্ডনে নেওয়ার জন্য সহায়তা চেয়েছে। দলটিকে কাতারের পক্ষ থেকে জানানো হয়েছে যে সব প্রস্তুতি সম্পন্ন, এখন শুধু চিকিৎসকদের ‘ফিট টু ট্রাভেল’ সার্টিফিকেশনের অপেক্ষা।
বেগম খালেদা জিয়ার দ্বিতীয়বারের মতো কাতারি রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন যাত্রা করবে। এর আগেও তিনি একই বিমানে উন্নত চিকিৎসার জন্য বিদেশ গিয়েছিলেন। সাম্প্রতিক সময়ে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পুনরায় এই উদ্যোগ নেওয়া হয়েছে।
ঢাকায় কাতার দূতাবাস বিএনপিকে জানিয়েছে, দলটির পক্ষ থেকে সময়সূচি জানানো মাত্রই এয়ার অ্যাম্বুলেন্স পাঠানো হবে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করছে তার চিকিৎসক দলের উপর—দেশীয় ও আন্তর্জাতিক চিকিৎসকরা তার ভ্রমণ সক্ষমতা যাচাই করে সিদ্ধান্ত দেবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় ও কাতার দূতাবাস নিশ্চিত করেছে যে সরকার পর্যায়ের সব প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। কূটনৈতিক ও লজিস্টিক সব ধরনের ব্যবস্থা চূড়ান্ত করা হয়েছে, ফলে চিকিৎসকদের অনুমতি মিললেই যেকোনো সময় এয়ার অ্যাম্বুলেন্স ঢাকার উদ্দেশে রওনা হতে পারবে।
এখন শেষ ধাপ হলো চিকিৎসকদের মূল্যায়ন—বেগম খালেদা জিয়া নিরাপদে ভ্রমণ করতে পারবেন কি না। চিকিৎসকদের অনুমোদন না পাওয়া পর্যন্ত নির্দিষ্ট যাত্রার তারিখ অনিশ্চিত থাকছে, যদিও অন্যান্য সব প্রস্তুতি সম্পূর্ণ।
Make Comment
Login to CommentPopular News
Subscribe to News Letter
Latest News
Weather Outlook
Clear
Dhaka, Bangladesh
Wind: 6.8 kmph · Precip: 0 mm · Pressure: 1012 mb
18.1°C
Tue
22.3°C
Wed
22.1°C
Thu
21.6°C