সংবাদ বিজ্ঞপ্তি
মিশর দূতাবাসে ভিসা আবেদনের নতুন নিয়ম
ছবি: সংগৃহীত
ঢাকায় অবস্থিত মিসরের দূতাবাস ভিসা আবেদন জমা দেওয়ার ক্ষেত্রে ট্রাভেল এজেন্সিগুলোর জন্য নতুন অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থা চালু করেছে। ভিসা জমা দেওয়ার প্রক্রিয়া সহজ করা এবং সেবার মান বাড়ানোর লক্ষ্যে কনস্যুলার সেকশনে এই ব্যবস্থা কার্যকর করা হয়েছে বলে দূতাবাসের এক নোটিশে জানানো হয়েছে। রোববার এক নোটিশে দূতাবাস জানিয়েছে, এখন থেকে ট্রাভেল এজেন্সিগুলোকে ভিসা আবেদন জমা দেওয়ার আগে অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। এজন্য দূতাবাসের কনস্যুলার অফিসে ই-মেইলের মাধ্যমে আবেদন করতে হবে। কনস্যুলার কার্যক্রম পরিচালিত হবে সপ্তাহের রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার। অ্যাপয়েন্টমেন্টের আবেদন পাঠানোর সময় এজেন্সিকে তাদের পছন্দের তারিখ উল্লেখ করতে হবে। তবে আবেদন গ্রহণের সক্ষমতা অনুযায়ী দূতাবাস সেই তারিখ নিশ্চিত করবে। প্রতিটি অ্যাপয়েন্টমেন্টে সর্বোচ্চ পাঁচটি পাসপোর্ট জমা দেওয়ার সুযোগ থাকবে। তবে যদি কোনো এজেন্সির পক্ষ থেকে মাত্র একটি ভিসা আবেদন জমা দেওয়ার প্রয়োজন হয়, সে ক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার প্রয়োজন হবে না। নতুন এই নিয়ম তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলে জানিয়েছে দূতাবাস। তারা জানায়, ই-মেইলের সাবজেক্ট লাইনে সংশ্লিষ্ট ট্রাভেল এজেন্সির নাম এবং কতটি ভিসা আবেদন জমা দেওয়া হবে, তা স্পষ্টভাবে উল্লেখ করতে বলা হয়েছে। অ্যাপয়েন্টমেন্টের জন্য নির্ধারিত ই-মেইল ঠিকানা হলো visa.consular.egyembdha@gmail.com। দূতাবাস আরও জানিয়েছে, কেবল যেসব ট্রাভেল এজেন্সির অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত করা হবে, তারাই ভিসা আবেদন জমা দেওয়ার জন্য দূতাবাসে প্রবেশের অনুমতি পাবে। নির্ধারিত দিনে এজেন্সির অনুমোদিত প্রতিনিধিকে গেটে কনস্যুলার কর্মকর্তার কাছে অফিসিয়াল পরিচয়পত্র দেখাতে হবে, যাতে এজেন্সির পরিচয় যাচাই করে প্রবেশের অনুমতি দেওয়া যায়।
Make Comment
Login to CommentPopular News
Subscribe to News Letter
Latest News
Weather Outlook
Partly Cloudy
Dhaka, Bangladesh
Wind: 8.6 kmph · Precip: 0 mm · Pressure: 1011 mb
19.1°C
Tue
22.3°C
Wed
22.1°C
Thu
21.6°C