পরিবারের সদস্যসহ ৬ জনকে নিয়ে দেশে ফিরবেন তারেক রহমান
সিনিয়র প্রতিবেদক
| Published: Saturday, December 20, 2025
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান
আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিমান সংশ্লিষ্ট একটি সূত্র ইত্তেফাককে জানিয়েছে, তারেক রহমান তার পরিবারের তিনজন সদস্য, ব্যক্তিগত সরকারী ও প্রেস সচিবসহ মোট ছয়জনের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে ওয়ান-ওয়ে টিকিট সংগ্রহ করেছেন। অর্থাৎ ওই ফ্লাইটে তিনিসহ মোট ৬ জন দেশে ফিরছেন।
ওইদিন বেলা ১১টা ৫৫ মিনিটে ঢাকার হজরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
একটি নির্ভরশীল সূত্র জানায়, এরই মধ্যে তিনি বিমানের বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ২০২০ ফ্লাইটে টিকিট বুকিং করেছেন। ফ্লাইটটি ২৪ ডিসেম্বর সন্ধ্যা সোয়া ৬টায় লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হওয়ার কথা রয়েছে। সব ঠিক থাকলে বোয়িং ৭৮৭-৯ মডেলের উড়োজাহাজটি আগামী ২৫ ডিসেম্বর বেলা ১১টা ৫৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে।
ঢাকায় অবতরণের আগে উড়োজাহাজটি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এক ঘণ্টা যাত্রা বিরতি করবে।
সূত্রটি আরও জানায় জানায়, এই ফ্লাইটের বিজনেস ক্লাসে তারেক রহমানের পাশাপাশি আরও ছয়জন সফরসঙ্গীর টিকিট বুকিং দেওয়া হয়েছে। তাদের মধ্যে আছেন তার স্ত্রী ডা. জুবায়দা রহমান ও কন্যা জাইমা রহমান। তাছাড়া বিএনপির হেড অব প্রেস সালেহ শিবলী, পারসোনাল অ্যাসিস্ট্যান্ট আব্দুর রহমান সানি ও তাবাসসুম ফারহানারও টিকিট বুকিং রয়েছে।
উল্লেখ্য, ডা. জুবাইদা রহমান বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। তিনি ২০ ডিসেম্বর লন্ডন ফিরে ২৫ ডিসেম্বর তারেক রহমানের সঙ্গী হয়ে আবারও দেশে ফিরবেন।
Make Comment
Login to CommentPopular News
Subscribe to News Letter
Latest News
Weather Outlook
Clear
Dhaka, Bangladesh
Wind: 7.2 kmph · Precip: 0 mm · Pressure: 1012 mb
19.9°C
Tue
22.3°C
Wed
22.1°C
Thu
21.6°C