সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিহত বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষীদের নামাজে জানাযা অনুষ্ঠিত
আইএসপিআর
গত ১৩ ডিসেম্বর ২০২৫ তারিখে সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে সংঘটিত বর্বরোচিত সন্ত্রাসী ড্রোন হামলার ঘটনায় শাহাদাত বরণকারী ৬ জন শান্তিরক্ষীর নামাজে জানাযা আজ ঢাকা সেনানিবাসস্থ কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হয়েছে।
নামাজে জানাযায় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবঃ) জাহাঙ্গীর আলম চৌধুরী , সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান, বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, সামরিক-বেসামরিক বিভিন্ন পদবির কর্মকর্তা ও অন্যান্য পদবির সদস্যগণ এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
আজ আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
জানাযা অনুষ্ঠানের পূর্বে শাহাদাতবরণকারী ব্যক্তিদের জীবন বৃত্তান্ত পড়ে শোনানো হয় এবং তাঁদের নিকট আত্মীয়গণ বক্তব্য রাখেন।
এরপর জাতিসংঘ মহাসচিব এর পক্ষে ইউনিসফা এর চিফ কমিউনিটি লিয়াজো অফিসার, Boris-Ephrem Tchoumavi বক্তব্য প্রদান করেন।
জানাযা নামাজ শেষে তাঁদের প্রতি যথাযথ রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করা হয়। এ সময় রাষ্ট্রপতির পক্ষে তাঁর সামরিক সচিব, মাননীয় প্রধান উপদেষ্টার পক্ষে তাঁর সামরিক সচিব, সেনাবাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান এবং বিমান বাহিনী প্রধান শাহাদাতবরণকারীদের প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে পুষ্পস্তবক অর্পণ করেন।
এরপর ইউনিসফা এর চিফ কমিউনিটি লিয়াজো অফিসার শাহাদাতবরণকারীদের নিকট আত্মীয়গণের কাছে জাতিসংঘ মহাসচিব এর পক্ষ থেকে জাতিসংঘের পতাকা হস্তান্তর করেন।
আজ, তাঁদের নিজ নিজ এলাকায় (নাটোর, কুড়িগ্রাম, গাইবান্ধা, রাজবাড়ী এবং কিশোরগঞ্জ) হেলিকপ্টার (আবহাওয়া প্রতিকূল থাকলে সড়কপথে) এর মাধ্যমে মরদেহ প্রেরণ করতঃ যথাযথ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁদের দাফনকার্য সম্পন্ন করা হবে বলে আইএসপিআর জানিয়েছে।
আইএসপিআর আরো জানায়, যদিও এই গুরুতর ক্ষতি অপূরণীয়, তথাপি বাংলাদেশ সেনাবাহিনী এবং জাতিসংঘ সদর দপ্তর কর্তৃক শাহাদাতবরণকারীদের পরিবারের নিকট আর্থিক ক্ষতিপূরণ প্রদানের ব্যাপারে প্রয়োজনীয় কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এই ঘৃণ্য ড্রোন হামলার ব্যাপারে বাংলাদেশ সরকার এবং জাতিসংঘের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ইতোপূর্বে তীব্র নিন্দা জানিয়েছেন। বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক গভীর উদ্বেগ প্রকাশ পূর্বক জাতিসংঘ সদর দপ্তরে একটি আনুষ্ঠানিক প্রতিবাদ পত্র প্রেরণ করা হয়েছে এবং ইউনিসফাসহ সকল মিশন এলাকায় যথাশীঘ্র ড্রোন প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে।
উল্লেখ্য, শান্তিরক্ষীদের মরদেহ শনিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকায় এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে দেশে প্রত্যাবর্তন করে।
উক্ত সন্ত্রাসী ড্রোন হামলায় ৬ জন শান্তিরক্ষী শহীদ হওয়ার পাশাপাশি ৯ জন শান্তিরক্ষী আহত হন, যাদের মধ্যে ৮ জন কেনিয়ার রাজধানী নাইরোবিতে অবস্থিত আগা খান ইউনিভার্সিটি হাসপাতাল (লেভেল–৩ হাসপাতাল)-এ চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে সকলেই শঙ্কামুক্ত রয়েছেন।
Make Comment
Login to CommentPopular News
Subscribe to News Letter
Latest News
Weather Outlook
Clear
Dhaka, Bangladesh
Wind: 6.8 kmph · Precip: 0 mm · Pressure: 1012 mb
18.1°C
Tue
22.3°C
Wed
22.1°C
Thu
21.6°C