উদ্বোধনী অফারে ৩৩ শতাংশ ছাড়
সওয়ারী ঘাটে চালু হলো অভিজাত রিভার ক্রুজ
ছবি: সংগৃহীত
রাজধানীর সওয়ারী ঘাট থেকে সোমবার আনুষ্ঠানিকভাবে বিলাসবহুল নদীভ্রমণ সেবা চালু করেছে এইএন রিভার ক্রুজ। এর মাধ্যমে মাওয়া ঘাটের বাইরে কার্যক্রম সম্প্রসারণ করে পুরান ঢাকার বাসিন্দাদের জন্য বিনোদনকে আরও সহজলভ্য করা হলো।
এই ক্রুজ সেবা প্রতি সপ্তাহে শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত পরিচালিত হবে। যাত্রীদের জন্য থাকছে আধুনিক ও আরামদায়ক জাহাজে তিন ঘণ্টার নদীভ্রমণ, দৃষ্টিনন্দন নদীর দৃশ্য, লাইভ মিউজিক এবং ১০০টিরও বেশি আইটেমের সমৃদ্ধ বুফে। সোমবার সন্ধ্যায় উৎসবমুখর পরিবেশে এই সেবার উদ্বোধন করা হয়। আয়োজকদের লক্ষ্য, অতিরিক্ত ভিড় ছাড়াই পরিবার নিয়ে মানসম্মত বিনোদনের সুযোগ দেওয়া।
এই সেবার নিয়মিত টিকিট মূল্য জনপ্রতি ৩ হাজার টাকা। তবে বর্তমানে বিশেষ অফারে ৩৩ শতাংশ ছাড় দিয়ে টিকিট পাওয়া যাচ্ছে ২ হাজার টাকায়। এই মূল্যের মধ্যেই বুফে ও তিন ঘণ্টার ক্রুজ অন্তর্ভুক্ত রয়েছে। আয়োজকদের মতে, রাজধানীর বিভিন্ন রেস্টুরেন্টে যেখানে বুফের মূল্য ১ হাজার ৫০০ থেকে ২ হাজার টাকার মধ্যে, সেখানে এই প্যাকেজটি তুলনামূলকভাবে বেশ সাশ্রয়ী।
ক্রুজের উদ্যোক্তা জানান, থাইল্যান্ডের নদীকেন্দ্রিক পর্যটন থেকে অনুপ্রেরণা নিয়ে বাংলাদেশেও একই ধরনের অভিজ্ঞতা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এই সেবায় লাইভ ব্যান্ড পার্টি, সাংস্কৃতিক অনুষ্ঠান, ছবি তোলার জন্য বিশেষ স্পট এবং জাহাজজুড়ে অবাধ চলাচলের সুবিধা রয়েছে। শিশুদের জন্যও আলাদা বিনোদনমূলক ব্যবস্থা রাখা হয়েছে।
এদিকে মাওয়া ঘাট থেকে শিমুলিয়া ঘাট পর্যন্ত বিদ্যমান ক্রুজ সেবাটি আগের মতোই চলমান থাকবে। এটি শুধুমাত্র শুক্রবার দুপুর ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পরিচালিত হয় এবং সেখানেও একই ধরনের সুবিধা ও জনপ্রতি ২ হাজার টাকার ছাড়মূল্য কার্যকর রয়েছে।
সদরঘাট এলাকার কাছাকাছি সওয়ারী ঘাট থেকে এই সেবা চালু হওয়ায় পুরান ঢাকার বাসিন্দাদের দীর্ঘ পথ পাড়ি দিয়ে বিনোদনের জন্য যেতে হবে না। আয়োজকরা জানান, আগে যারা দূরত্বের কারণে এই ধরনের সেবা নিতে পারতেন না, তাদের জন্যই মূলত এই উদ্যোগ।
নিয়মিত ক্রুজ ছাড়াও পুরো জাহাজ ভাড়া নিয়ে দিনব্যাপী বিভিন্ন আয়োজন করা যাবে। পিকনিক, জন্মদিন, গায়ে হলুদ, বিয়ে কিংবা করপোরেট অনুষ্ঠানের জন্য বিশেষ বুকিং সুবিধাও রাখা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
Make Comment
Login to CommentPopular News
Subscribe to News Letter
Latest News
Weather Outlook
Clear
Dhaka, Bangladesh
Wind: 6.8 kmph · Precip: 0 mm · Pressure: 1012 mb
18.1°C
Tue
22.3°C
Wed
22.1°C
Thu
21.6°C