ব্রাজিলের বিমানবন্দরে উড়োজাহাজে আগুন, ১৬৯ যাত্রী সরিয়ে নেওয়া হয়েছে
ব্রাজিলের সর্ববৃহৎ সাও পাওলো আন্তর্জাতিক বিমানবন্দরের টারমাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যার ফলে লাটাম এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ থেকে ১৬৯ যাত্রীকে জরুরি ভিত্তিতে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। বৃহস্পতিবার গভীর রাতে এই ঘটনা ঘটে বলে এএফপি জানিয়েছে।
আগ্নিকাণ্ডের পর যাত্রীরা বোর্ডিং ব্রিজ ও ইমার্জেন্সি স্লাইড ব্যবহার করে দ্রুত বিমান থেকে বেরিয়ে আসেন। দেশটির দক্ষিণাঞ্চলের শহর পোর্তো আলেগ্রে যাওয়ার জন্য বিমানটি প্রস্তুত হচ্ছিল, ঠিক সেই সময় টারমাকে থাকা বাহ্যিক যন্ত্রপাতিতে আগুন লাগে।
লাটাম এক বিবৃতিতে জানায়, কেউ আহত হয়নি এবং আগুন লাগার পর পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়। আগুনের ধোঁয়া নিরাপত্তা প্রোটোকল সক্রিয় করে, ফলে যাত্রীদের তাৎক্ষণিকভাবে সরিয়ে নেওয়া হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিমানের নিচের অংশের কাছে আগুন ও ঘন ধোঁয়া উঠছে। অন্য ফুটেজে যাত্রীদের জরুরি স্লাইড দিয়ে নেমে আসতে দেখা যায়।
লাটামের তথ্য অনুযায়ী, ১৫৯ জন যাত্রী শুক্রবার সকালে পোর্তো আলেগ্রে পৌঁছান, আর বাকি ১০ জনকে অন্য ফ্লাইটে বা স্থলপথে পাঠানো হয়।
ঘটনার পর বিমানবন্দরের অন্যান্য উড়োজাহাজে জ্বালানি সরবরাহ ১০ মিনিটের জন্য স্থগিত রাখা হয় বলে জানিয়েছে জিআরইউ এয়ারপোর্ট কর্তৃপক্ষ। তারা জানিয়েছে, ঘটনার তদন্তে তারা পূর্ণ সহযোগিতা করবে। লাটাম আরও জানায়, আগুনের সূত্রপাত হয় কার্গো লোডিংয়ের দায়িত্বে থাকা একটি সাবকন্ট্রাক্টরের যন্ত্রপাতিতে।
Make Comment
Login to CommentPopular News
Subscribe to News Letter
Latest News
Weather Outlook
Clear
Dhaka, Bangladesh
Wind: 6.8 kmph · Precip: 0 mm · Pressure: 1012 mb
18.1°C
Tue
22.3°C
Wed
22.1°C
Thu
21.6°C