ঢাকা বিমানবন্দরে স্পাই ডিভাইসসহ দুইজন আটক
ছবি: সংগৃহীত।
এয়ারপোর্ট আর্মড
পুলিশ জানায়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে (ঢাকা বিমানবন্দর) নিয়োগ ও
ভর্তি পরীক্ষায় জালিয়াতিতে ব্যবহৃত অভিযুক্ত ৭৬টি ইলেকট্রনিক স্পাই ডিভাইসসহ
দুইজনকে আটক করা হয়েছে।
আটককৃতদের মধ্যে রয়েছেন
শাহারুন আলী (৩৮) এবং মো. ইকবাল হোসেন জীবন (৩৫)। বৃহস্পতিবার রাতে বিমানবন্দরের
বহিরাঙ্গন এলাকা থেকে এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়ন তাদের আটক করে।
সূত্র জানায়, অভিযানে সন্দেহভাজনদের
বিমানবন্দর আর্মড পুলিশ অফিসে আনা হয়। তল্লাশিতে ৭৬টি ডিজিটাল ইলেকট্রনিক স্পাই
ডিভাইস, ৫০টি ইয়ারপিস, ৩টি ল্যাপটপ এবং ৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে শাহারুন
আলী স্বীকার করেন যে তিনি সাধারণ যাত্রী পরিচয় নিয়ে চীন থেকে এই ডিভাইসগুলো দেশে
নিয়ে আসেন। বিমানবন্দরে আগে থেক অপেক্ষা করা সহযোগী মো. ইকবাল হোসেন জীবনের সঙ্গে
তিনি বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।
ডিভাইসগুলোর মধ্যে
রয়েছে ক্রেডিট-কার্ডের আকারের যন্ত্র, অদৃশ্য ইয়ারপিস এবং স্বচ্ছ এক্সট্রাকশন
থ্রেড, যা পরীক্ষার জালিয়াতিতে ব্যবহৃত হয়। মূল ক্রেডিট-কার্ড সদৃশ ডিভাইসটি
সহজে চিহ্নিত করা যায় না। ডিভাইসগুলো সিমের মাধ্যমে কাজ করে, যা অসদুপায়ীদের পরীক্ষার
সময় বাইরে থাকা সহযোগীদের সঙ্গে যোগাযোগ করতে সাহায্য করে।
অদৃশ্য ইয়ারপিস খুব
ছোট এবং কানের গভীরে বসানো হয়। ফলে বাইরের কেউ সহজে দেখতে পায় না। পরীক্ষা শেষে
স্বচ্ছ এক্সট্রাকশন থ্রেডের মাধ্যমে ইয়ারপিস সরানো হয়।
উভয় আটককৃতদের বিরুদ্ধে
বিমানবন্দর থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫বি (১) (বি)/২৫-ডি ধারায় মামলা
করা হয়।
এয়ারপোর্ট (১৩) আর্মড
পুলিশ ব্যাটালিয়নের অপারেশনাল কমান্ডার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক বলেন,
এই ডিভাইসগুলো আমদানি করা নিষিদ্ধ। অতীতে অসদুপায়ীদের নিয়োগ ও ভর্তি পরীক্ষার
জালিয়াতিতে এগুলো ব্যবহার করার প্রমাণ পাওয় যায়। আমরা নিয়মিতভাবে এই ধরনের
বেআইনি কার্যক্রম রোধে অভিযান চালাচ্ছি।
Make Comment
Login to CommentPopular News
Subscribe to News Letter
Latest News
Weather Outlook
Clear
Dhaka, Bangladesh
Wind: 6.8 kmph · Precip: 0 mm · Pressure: 1012 mb
18.1°C
Tue
22.3°C
Wed
22.1°C
Thu
21.6°C