১৬ মে ২০২৬-এ অনুষ্ঠিত হবে সেশেলস নেচার ট্রেইলার এর তৃতীয় আসর
ছবি: সংগৃহীত
ট্যুরিজম সেশেলস জানিয়েছে, সেশেলস নেচার ট্রেইল (এসএনটি) তৃতীয় সংস্করণে ফিরছে আগামী ১৬ মে ২০২৬, সেশেলসের প্রধান দ্বীপ মাহে-তে। চলতি বছরের আগস্টে অনুষ্ঠিত দ্বিতীয় আসরের বিপুল সাফল্যের পরই এ ঘোষণা দেওয়া হয়।
অ্যাথলেটিক ও অভিজ্ঞতাভিত্তিক পর্যটনের ক্যালেন্ডারে দ্রুতই বৈশ্বিক আকর্ষণে পরিণত হওয়া এই আয়োজনটি এবারও মাহের মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরবে বলে আশা করা হচ্ছে। আগের মতোই ২০২৬ সালের দৌড়ে অংশগ্রহণকারীদের জন্য থাকবে রোমাঞ্চকর ২২ কিলোমিটার দীর্ঘ ট্রেইল, যেখানে প্রায় ১,২১০ মিটার উচ্চতা অতিক্রম করতে হবে। দৌড় শুরু হবে পোর্ট গ্লড থেকে, এরপর প্রতিযোগীরা ক্যাপ টারনে, আনসে মেজর, মারে অকোশোঁ, ক্যাসেদাঁ ও তোমাসাঁ পেরিয়ে শেষ করবেন গ্রঁদ আনসে-তে। পাহাড়, বন ও উপকূলীয় পথ মিলিয়ে এই কারিগরি ট্রেইলটি সব স্তরের দৌড়বিদদের জন্য উপযোগী।
সেশেলসের বিভিন্ন প্রাকৃতিক উদ্যানের ভেতর দিয়ে এক অনন্য অভিজ্ঞতা দেওয়ার পাশাপাশি, এই আয়োজনটি ক্রীড়া পর্যটনকে উৎসাহিত করছে এবং দ্বীপপুঞ্জটির অতুলনীয় জীববৈচিত্র্যকে উদযাপন করছে।
অনুষ্ঠানটি নিয়ে কথা বলতে গিয়ে ট্যুরিজম সেশেলসের রিইউনিয়ন ও ভারত মহাসাগরীয় বাজারের সিনিয়র মার্কেটিং এক্সিকিউটিভ বার্নাদেত অনরে বলেন, সেশেলস নেচার ট্রেইল আন্তর্জাতিক, আঞ্চলিক ও স্থানীয় ট্রেইল রানারদের আকৃষ্ট করার পাশাপাশি সেশেলোয়া অ্যাথলেটদের খেলাটির প্রতি আগ্রহী করে তুলতে এবং দেশের বন্য প্রকৃতিকে কাছ থেকে আবিষ্কারে অনুপ্রাণিত করতে পরিকল্পিত।
তিনি বলেন, “সেশেলস নেচার ট্রেইল আমাদের দ্বীপগুলোর গ্রানাইট বৈশিষ্ট্য তুলে ধরার এক শক্তিশালী প্রদর্শনী এবং সেশেলসকে প্রকৃতি ও ক্রীড়া পর্যটনের শীর্ষ গন্তব্য হিসেবে প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এবারের সংস্করণেও বৈচিত্র্যময় রুটের সঙ্গে ক্রীড়াগত চ্যালেঞ্জ ও মনোমুগ্ধকর দৃশ্যের সমন্বয় থাকবে।”
আন্তর্জাতিক আগ্রহ বৃদ্ধির কথা উল্লেখ করে তিনি জানান, সর্বশেষ আসরে অংশগ্রহণকারীদের প্রায় এক-তৃতীয়াংশই ছিলেন এশিয়া, আফ্রিকা ও ইউরোপের আন্তর্জাতিক দৌড়বিদ। আন্তর্জাতিক অংশীদারদের ইতিবাচক প্রতিক্রিয়া বিশ্ব ট্রেইল-রানিং অঙ্গনে এই ইভেন্টের সুনাম আরও শক্তিশালী করেছে।
“এই বাড়তে থাকা আগ্রহের প্রেক্ষিতে আমরা আগেভাগেই অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি, যাতে বিশ্বের বিভিন্ন প্রান্তের দৌড়বিদরা ভ্রমণ পরিকল্পনা করে সময়মতো নিজেদের জায়গা নিশ্চিত করতে পারেন,”—যোগ করেন তিনি।
Make Comment
Login to CommentPopular News
Subscribe to News Letter
Latest News
Weather Outlook
Clear
Dhaka, Bangladesh
Wind: 7.2 kmph · Precip: 0 mm · Pressure: 1012 mb
19.9°C
Tue
22.3°C
Wed
22.1°C
Thu
21.6°C