Logo
এভিয়েশন এয়ারপোর্টস উৎপাদনকারী পর্যটন হোটেলস প্রবাস লাইফ স্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি আরও

Aviation Express

Aviationexpress.news is Under Development
Final version is coming soon...

বাংলাদেশে আইইএলটিএস কেলেঙ্কারি: প্রতি স্ক্রিপ্টে ১.৬২–৪.১২ লাখ টাকার লেনদেন

ডেস্ক রিপোর্ট | Published: Thursday, December 11, 2025
বাংলাদেশে আইইএলটিএস কেলেঙ্কারি: প্রতি স্ক্রিপ্টে ১.৬২–৪.১২ লাখ টাকার লেনদেন

ছবি: এভিয়েশন এক্সপ্রেস

ইংল্যান্ড–ওয়েলসে প্রায় ১০ লাখ মানুষ ইংরেজি বলতে অক্ষম, আর বিশ্বজুড়ে ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে অন্তত ৮০ হাজার প্রার্থীর ভুল আইইএলটিএস ফল প্রকাশ—এমন এক সময়েই বাংলাদেশে আইইএলটিএস প্রশ্নফাঁস কেলেঙ্কারি সামনে এসেছে।


ঢাকায় পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে এক আইইএলটিএস জালিয়াত চক্র, যারা মাত্র তিন মাস আগে পর্যন্ত পরীক্ষার্থীদের কাছ থেকে ১,৬২,৮২৯ টাকা থেকে ৩,২৫,৬৫৭ টাকা (প্রায় GBP ১–২ হাজার) পর্যন্ত নিয়ে আগাম প্রশ্নপত্র বিক্রির প্রতিশ্রুতি দিত।


সেপ্টেম্বরে গ্রেপ্তার দুই অভিযুক্ত—পন্না পূনম হাওলাদার (কেয়া) এবং মো. মামুন খান—বহু শিক্ষার্থীর কাছে ভুয়া প্রশ্নপত্র ও উত্তরপত্র বিক্রির অভিযোগে আটক হন। তারা প্রত্যেক পরীক্ষার্থীর কাছ থেকে ১–৩ লাখ টাকা পর্যন্ত নিত বলে অভিযোগ রয়েছে। অভিযানে উদ্ধার করা হয় ৮ লাখ টাকার বেশি নগদ অর্থ এবং আটটি মোবাইল ফোন। পরীক্ষার দিন বাস্তব প্রশ্নপত্রের সঙ্গে মিল না থাকায় বহু ছাত্র প্রতারিত হয়, এরপরই প্রতারণার মামলা দায়ের হয়।


বিশ্বজুড়ে আইইএলটিএসের সংকট: প্রশ্নফাঁস ও ভুল ফলাফলের ঝড়

বাংলাদেশ ছাড়াও ভিয়েতনাম ও চীনে আইইএলটিএস প্রশ্নফাঁস চক্র শনাক্ত হয়েছে। এ বছরের ফেব্রুয়ারিতে প্রশ্নফাঁসের সন্দেহে ব্রিটিশ কাউন্সিল ভিয়েতনামে একটি নির্ধারিত পরীক্ষা বাতিল করে।


একই সময়ে আরেক বড় গোলযোগ—বিশ্বব্যাপী ৮০ হাজার পরীক্ষার্থীর ভুল মার্কিং। শুনতে ও পড়তে অংশে ‘টেকনিক্যাল ত্রুটি’র কারণে অনেকেই ফেল করেও পাস করে গেছে—এমনটি জানায় আইইএলটিএস কর্তৃপক্ষ। বিষয়টি শুরু হয়েছিল আগস্ট ২০২৩-এ, আর ধরা পড়ে ২০২৫ সালের সেপ্টেম্বরে।


প্রতি বছর বিশ্বে গড়ে ৩৬ লাখ মানুষ আইইএলটিএস পরীক্ষা দেয়। দুই বছর ধরে ভুল ফলাফলের কারণে হাজারো পরীক্ষার্থী স্টুডেন্ট ভিসা, এনএইচএস জব বা অন্যান্য ভিসা নিয়ে যুক্তরাজ্যে প্রবেশ করেছে।


এ ঘটনায় যুক্তরাজ্যের শ্যাডো হোম সেক্রেটারি ক্রিস ফিলিপ বলেন, “যারা ভুল ফলাফলের মাধ্যমে ভিসা পেয়েছে তাদের দেশ থেকে বহিষ্কার করতে হবে।”


ব্রিটিশ কাউন্সিলের প্রতিকূল সময়—বড় চুক্তির প্রতিযোগিতা


আইইএলটিএস পরিচালনা করে ব্রিটিশ কাউন্সিল, কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট এবং আইডিপি।

ব্রিটিশ কাউন্সিল এখনও কোভিড–সময়ের GBP ১৯.৭ কোটি (টাকা ৩,২০৭ কোটি ৭১ লাখ ৯৪ হাজার ৮০০) ঋণ শোধ করছে।


এদিকে যুক্তরাজ্যের হোম অফিস GBP ৮১.৬ কোটি (টাকা ১৩,২৮৬ কোটি ৭৯ লাখ ৭৪ হাজার ৪০০) মূল্যের নতুন পাঁচ বছরের ইংরেজি টেস্ট-পরিষেবা চুক্তি দিতে যাচ্ছে—যার জন্য প্রতিযোগিতা চলছে।


আইইএলটিএস কর্তৃপক্ষ বিবৃতি দিয়ে ভুক্তভোগীদের কাছে দুঃখ প্রকাশ করেছে এবং ভবিষ্যতে যেন এমন ঘটনা আর না ঘটে সে জন্য কঠোর মান নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণের দাবি করেছে।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Weather Outlook

Clear

Dhaka, Bangladesh

Wind: 6.8 kmph · Precip: 0 mm · Pressure: 1012 mb

18.1°C

Tue

22.3°C

Wed

22.1°C

Thu

21.6°C

Related News