বাংলাদেশের প্রথম আলু উৎসবে নেদারল্যান্ডসের জোরালো সমর্থন
ছবি: সংগৃহীত
বাংলাদেশের আলু খাতের প্রতি শক্তিশালী সমর্থন ব্যক্ত করেছে নেদারল্যান্ডস। শুক্রবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)–তে শুরু হওয়া দেশের প্রথম ‘পটেটো ফেস্টিভ্যাল ২০২৫’-এর উদ্বোধনী অনুষ্ঠানে এই সমর্থনের কথা জানানো হয়। দুই দিনব্যাপী এ আয়োজনের মাধ্যমে বাংলাদেশের আলু শিল্পের ভবিষ্যৎ সম্ভাবনা তুলে ধরা হচ্ছে।
বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন (বিসিএসএ) আয়োজিত এই উৎসবে নেদারল্যান্ডস রাজ্যের দূতাবাস সহযোগিতা করছে। উৎসবটিতে কৃষক, গবেষক, উদ্ভাবক এবং শিল্পখাতের নেতারা একত্রিত হয়ে আলু উৎপাদন থেকে বাজারজাতকরণ পর্যন্ত পুরো ভ্যালু চেইনের নানা দিক নিয়ে আলোচনা করছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল আলু চাষ, বীজ সরবরাহ এবং কৃষিপণ্য পরিবহন ও সংরক্ষণ ব্যবস্থায় বাংলাদেশ–নেদারল্যান্ডসের দীর্ঘদিনের অংশীদারত্বের কথা তুলে ধরেন।
দূতাবাসের তথ্য অনুযায়ী, বাংলাদেশে আমদানি করা আলুবীজের ৯৫ শতাংশের বেশি আসে নেদারল্যান্ডস থেকে। এছাড়া দেশের জনপ্রিয় অধিকাংশ আলুর জাতই ডাচ উৎসের। গত পাঁচ দশকেরও বেশি সময় ধরে ডাচ কোম্পানিগুলো বাংলাদেশের আলু খাতের সঙ্গে কাজ করে আসছে। অনেক গ্রামীণ এলাকায় আলুকে এখনো ‘হল্যান্ডের আলু’ নামে ডাকা হয়।
রাষ্ট্রদূত বলেন, উদ্ভাবন, জলবায়ু সহনশীল কৃষি, আধুনিক কোল্ড-চেইন ব্যবস্থা এবং উন্নত কৃষি-লজিস্টিকস—এই খাতগুলোতে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের অভিন্ন অঙ্গীকার রয়েছে। বৈশ্বিক বাজারে বাংলাদেশের প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে এসব বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ।
উৎসবে বিভিন্ন ধরনের আলুভিত্তিক পণ্যের প্রদর্শনী ছাড়াও আধুনিক কুল-চেইন ও কোল্ড স্টোরেজ প্রযুক্তির ডেমোনস্ট্রেশন করা হচ্ছে।
নেদারল্যান্ডস দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে বিসিএসএ ও সংশ্লিষ্ট অংশীদারদের এই সময়োপযোগী উদ্যোগের জন্য অভিনন্দন জানায় এবং কৃষি, প্রযুক্তি ও টেকসই খাদ্যব্যবস্থায় দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদারের আগ্রহ পুনর্ব্যক্ত করে।
Make Comment
Login to CommentPopular News
Subscribe to News Letter
Latest News
Weather Outlook
Clear
Dhaka, Bangladesh
Wind: 6.8 kmph · Precip: 0 mm · Pressure: 1012 mb
18.1°C
Tue
22.3°C
Wed
22.1°C
Thu
21.6°C