বিদেশফেরত যাত্রীরা শুল্কমুক্তভাবে আনতে পারবেন তিনটি সেলফোন
ছবি: সংগৃহীত
বাংলাদেশি প্রবাসীরা এখন থেকে দুটি নতুন মোবাইল ফোন ও তাদের ব্যবহৃত একটি ফোনসহ মোট তিনটি মোবাইল শুল্কমুক্তভাবে দেশে আনতে পারবেন। বুধবার (… তারিখ) ডাক ও টেলিযোগাযোগ বিভাগ (পিটিডি) এ সংক্রান্ত এক প্রেস বিজ্ঞপ্তি জারি করে। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, চতুর্থ মোবাইল ফোন আনতে হলে বিএমইটি কার্ড থাকতে হবে এবং শুল্ক দিতে হবে। বর্তমানে প্রবাসীরা মাত্র দুটি মোবাইল ফোন আনতে পারতেন, তবে নতুন সিদ্ধান্তে সেই সীমা বাড়ানো হয়েছে।
ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), বাণিজ্য মন্ত্রণালয় এবং বিটিআরসি–র প্রতিনিধিদের নিয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ তায়েব আহমেদের সভাপতিত্বে গত ১ ডিসেম্বর অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
ছুটি কাটাতে দেশে এলে ৬০ দিন রেজিস্ট্রেশনের ঝামেলা নেই
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ছুটি কাটাতে দেশে আসা প্রবাসীরা ৬০ দিন পর্যন্ত ফোন রেজিস্ট্রেশন ছাড়াই ব্যবহার করতে পারবেন। এরপর তাদের ফোন রেজিস্ট্রেশন করতে হবে।
বিএমইটি কার্ড নেই—এমন প্রবাসীরা নিজেদের ব্যবহৃত ফোনের পাশাপাশি মাত্র একটি অতিরিক্ত ফোন শুল্কমুক্ত আনতে পারবেন, তবে তাদের অবশ্যই ফোন কেনার রসিদ বহন করতে হবে।
ফোন চোরাচালান ঠেকাতে সতর্কতা
বিজ্ঞপ্তিতে বলা হয়, মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুরসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর বিমানবন্দরে সাধারণ প্রবাসীদের ব্যবহার করে স্বর্ণ ও উচ্চমূল্যের মোবাইল ফোন চোরাচালান করা হচ্ছে। তাই প্রবাসীদের ফোন কেনার কাগজপত্র সঙ্গে রাখতে পরামর্শ দেওয়া হয়েছে।
অবৈধ ফোন রোধে কঠোর ব্যবস্থা
১৬ ডিসেম্বর থেকে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (NEIR) কার্যকর হবে। অবৈধভাবে আমদানি করা, ক্লোন বা নকল ফোন দেশে ব্যবহার করা যাবে না। বৈধ IMEI নেই—এমন ফোন কেনা থেকে বিরত থাকতে বলা হয়েছে।
আগে অবৈধভাবে বাজারে প্রবেশ করা ফোনগুলোর মজুত যাচাই করতে বিটিআরসিকে IMEI তালিকা সরবরাহ করার পদক্ষেপ নেওয়া হচ্ছে। তবে রিফার্বিশড বা ক্লোন ফোন এ সুবিধার আওতায় পড়বে না।
১৬ ডিসেম্বরের আগে ব্যবহৃত ফোনগুলোর ওপর কোনো প্রভাব পড়বে না।
মোবাইল আমদানির শুল্ক ৬১% থেকে কমাতে উদ্যোগ
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমানে প্রায় ৬১% শুল্ক আরোপিত হওয়ায় দেশে বৈধভাবে আমদানি করা মোবাইলের দাম বেশি। শুল্ক কমানো হলে বৈধ ফোনের দাম কমবে এবং চোরাচালানও কমে আসবে।
তবে শুল্ক কমানোর আগে দেশে থাকা ১৩–১৪টি মোবাইল প্রস্তুতকারী কারখানার বিনিয়োগ যেন ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়েও সতর্ক থাকতে হবে। বাণিজ্য মন্ত্রণালয়, বিটিআরসি ও এনবিআর—একাধিক বৈঠকে শুল্ক ও ভ্যাট কমানোর বিষয়ে দ্রুত কাজ করছে।
সিম রেজিস্ট্রেশনে সতর্কতা
এছাড়া কেউ নিজের অজান্তে নিজের নামে নিবন্ধিত সিম অন্য কেউ ব্যবহার করছে কি না, সেটিও পরীক্ষা করার পরামর্শ দেওয়া হয়েছে। নিজের নামে নিবন্ধিত সিম ব্যবহার না করলে অপরাধমূলক কর্মকাণ্ডের ঝুঁকি থাকে।
চোরাচালান রোধে কঠোর তৎপরতা
ভারত, থাইল্যান্ড ও চীন থেকে আসা ফ্লাইট চিহ্নিত করে শিগগিরই বিমানবন্দর ও স্থলবন্দরে কাস্টমসের বিশেষ অভিযান পরিচালনা করা হবে। দেশে পুরোনো ফোন ডাম্পিং ও ই-বর্জ্য আনার প্রবণতা বন্ধ করতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
টেলিযোগাযোগ (সংশোধন) অধ্যাদেশ ২০২৫
নতুন এই অধ্যাদেশে eKYC ও IMEI রেজিস্ট্রেশন সংক্রান্ত ডেটা নিরাপত্তা আরও শক্তিশালী করা হয়েছে। রেজিস্ট্রেশন সংক্রান্ত তথ্য ভঙ্গের ঘটনা যাতে অপরাধ হিসেবে গণ্য হয়—এ জন্য নতুন ধারা যুক্ত করা হয়েছে।
Make Comment
Login to CommentPopular News
Subscribe to News Letter
Latest News
Weather Outlook
Clear
Dhaka, Bangladesh
Wind: 6.8 kmph · Precip: 0 mm · Pressure: 1012 mb
18.1°C
Tue
22.3°C
Wed
22.1°C
Thu
21.6°C