CAAB এর বিজ্ঞপ্তি
সিএএবি (CAAB) ফ্লাইট ক্রু টেকনিক্যাল পরীক্ষার সময়সূচি প্রকাশ
ছবি সংগৃহীত
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিএএবি) ফ্লাইট ক্রুদের টেকনিক্যাল পরীক্ষার সময়সূচি ঘোষণা করেছে। আগামী সোমবার থেকে রাজধানীর কুর্মিটোলায় সিএএবি (CAAB) সদর দপ্তরে পরীক্ষা শুরু হবে। ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশনস ডিভিশনের পার্সোনেল লাইসেন্সিং, পরীক্ষা ও প্রশিক্ষণ শাখার পরিচালক মো. সাইফুল হক শাহ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগ্রহী প্রার্থীদের আবেদনপত্র ও পরীক্ষার ফি ২৭ নভেম্বরের মধ্যে জমা দিতে হবে।
পাইলটদের প্রাইভেট পাইলট লাইসেন্স (PPL), কমার্শিয়াল পাইলট লাইসেন্স (CPL), এয়ারলাইন ট্রান্সপোর্ট পাইলট লাইসেন্স (ATPL) এবং ফ্লাইট অপারেশনস অফিসার (FOO) লাইসেন্সের তাত্ত্বিক পরীক্ষা নেওয়া হবে। পাশাপাশি বিভিন্ন ক্যাটেগরির টাইপ টেকনিক্যাল অ্যাসেসমেন্টও অনুষ্ঠিত হবে।
কর্মসূচি চলবে ১ থেকে ১১ ডিসেম্বর। প্রথম দিন সকাল ১০টা ৩০ মিনিটে এয়ারক্রাফট জেনারেল নলেজ পরীক্ষার মাধ্যমে শুরু হবে। পরদিন রেডিও টেলিফনিসহ নেভিগেশন, অপারেশনস প্রসিডিউরস, এভিয়েশন ল, ফ্লাইট পারফরম্যান্স অ্যান্ড প্ল্যানিং, প্রিন্সিপলস অফ ফ্লাইট, হিউম্যান পারফরম্যান্স ও মেটিরিওলজি বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
১১ ডিসেম্বর শেষ দিনে হবে সব টাইপ টেকনিক্যাল, কম্পোজিট, ইন্সট্রুমেন্ট রেটিং এবং ইনিশিয়াল টাইপ রেটিং পরীক্ষা। সব পরীক্ষা সিএএবি সদর দপ্তরের পুরাতন ভবনের চতুর্থ তলায় নেওয়া হবে।
পরীক্ষাকালীন মোবাইল ফোন, স্মার্টওয়াচসহ যে কোনো ইলেকট্রনিক ডিভাইস বহন নিষিদ্ধ করা হয়েছে। তবে CAP 696, 697, 698, জেপসেন CR-3 ফ্লাইট কম্পিউটার, গণিতের সরঞ্জাম, নন-প্রোগ্রামেবল ক্যালকুলেটর ও ত্রিকোণমিতিক টেবিল আনা যাবে। ইলেকট্রনিক ফ্লাইট কম্পিউটার ব্যবহারে সম্পূর্ণ নিষেধাজ্ঞা থাকবে।
Make Comment
Login to CommentPopular News
Subscribe to News Letter
Latest News
Weather Outlook
Clear
Dhaka, Bangladesh
Wind: 7.2 kmph · Precip: 0 mm · Pressure: 1012 mb
19.9°C
Tue
22.3°C
Wed
22.1°C
Thu
21.6°C