ভারতগামী এমিরেটস ফ্লাইটে নিরাপত্তা সতর্কতা জারি
ছবি: সংগৃহীত
ভারতের হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে শুক্রবার এমিরেটসের EK526 ফ্লাইটে বোমা হুমকির ইমেইল পাওয়ার পর সম্পূর্ণ নিরাপত্তা প্রটোকল শুরু করা হয়েছে। উক্ত ফ্লাইটটি দুবাই (DXB) থেকে হায়দ্রাবাদ (HYD) যাত্রা করছিল।
GMR PRO-এর বরাত দিয়ে জানানো হয়েছে, হুমকির মেসেজটি ৫ ডিসেম্বর সকালে প্রায় ৭:৩০ টার দিকে হায়দ্রাবাদ বিমানবন্দরের কাস্টমার সাপোর্টে পৌঁছায়। যাত্রীরা ফ্লাইটে থাকা অবস্থায় কড়া নজরদারিতে থাকা সত্ত্বেও ফ্লাইটটি ৮:৩০ টার দিকে নিরাপদে হায়দ্রাবাদে অবতরণ করে।
অবতরণের পর নিরাপত্তা দল তৎক্ষণাৎ ব্যবস্থা নেয়। বিমানটি পৃথক একটি বয়ে নিয়ে যাওয়া হয় এবং সমস্ত যাত্রীকে সাধারণ প্রটোকলের মতো নিরাপদে নামানো হয়। তদন্ত চলমান থাকায় আরও বিস্তারিত তথ্য এখনও পাওয়া যায়নি।
এমিরেটসের পক্ষ থেকে জানানো হয়েছে, “৫ ডিসেম্বর ভারতীয় কর্তৃপক্ষ আমাদেরকে EK526 ফ্লাইটে সম্ভাব্য নিরাপত্তা হুমকির বিষয়ে সতর্ক করেছে। স্থানীয় কর্তৃপক্ষ মানক নিরাপত্তা প্রক্রিয়া কার্যকর করেছে এবং এমিরেটসের হায়দ্রাবাদে গ্রাউন্ড টিমের সম্পূর্ণ সহযোগিতা রয়েছে। নিরাপত্তা চেকের পর যাত্রীরা স্বাভাবিকভাবে নামিয়েছেন। আমাদের যাত্রী ও ক্রুদের নিরাপত্তা সর্বোচ্চ অগ্রাধিকার।”
হুমকির ধারাবাহিক ঘটনা
সাম্প্রতিক নিরাপত্তা সতর্কতা হায়দ্রাবাদগামী ফ্লাইটে বোমা হুমকির একটি উদ্বেগজনক ধারা তুলে ধরেছে। বৃহস্পতিবার, মেডিনা থেকে হায়দ্রাবাদগামী একটি ইন্ডিগো (IndiGo) ফ্লাইট 6E 058 হুমকির কারণে আহমেদাবাদে জরুরি অবতরণ করতে বাধ্য হয়। ফ্লাইটে ১৮০ যাত্রী এবং ৬ জন ক্রু ছিলেন।
এছাড়া, নভেম্বর ২২-এ রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ভুয়া ইমেইল পাওয়া যায়, যেখানে বলা হয়েছিল RDX ডিভাইস আগমনের এলাকায় রাখা হয়েছে। পুলিশ তদন্তের পরে হুমকিটি মিথ্যা হিসেবে নিশ্চিত করে। নভেম্বর ১-এ বিমানবন্দরে আরেকটি বোমা হুমকির ইমেইল আসে, যার কারণে একটি ইন্ডিগো ফ্লাইটকে নিকটবর্তী বিমানবন্দরে মোড়ক দেওয়া হয়। সূত্র: গালফ নিউজ
Make Comment
Login to CommentPopular News
Subscribe to News Letter
Latest News
Weather Outlook
Clear
Dhaka, Bangladesh
Wind: 6.8 kmph · Precip: 0 mm · Pressure: 1012 mb
18.1°C
Tue
22.3°C
Wed
22.1°C
Thu
21.6°C