দেশের প্রথম পুনর্ব্যবহৃত প্লাস্টিক বোতলের ক্রিসমাস ট্রি উন্মোচন
নিজস্ব প্রতিবেদক
| Published: Monday, December 08, 2025
ছবি: অ্যাভিয়েশন এক্সপ্রেস
রাজধানীর গুলশানে অবস্থিত হোটেল ক্রাউন প্লাজা
সোমবার বাংলাদেশের প্রথম সম্পূর্ণ পুনর্ব্যবহৃত প্লাস্টিক বোতল দিয়ে তৈরি ক্রিসমাস
ট্রি উন্মোচন করে। উৎসব উদযাপনে পরিবেশবান্ধব দৃষ্টিভঙ্গির সূচনা হিসেবে বিবেচিত
হচ্ছে এ উদ্যোগ।
হোটেলের শীর্ষ
কর্মকর্তারা কয়েক মাস ধরে নিজস্ব ব্যবহৃত প্লাস্টিক বোতল সংরক্ষণ করে এই স্থাপনার
জন্য সংগ্রহ করেন, যা দেখিয়ে দেয় যে পরিবেশ বদলানোর সূচনা ব্যক্তিগত পদক্ষেপ থেকেই
সম্ভব। এই স্থাপনাটি আইএইচজি হোটেলস অ্যান্ড রিসোর্টস–এর বৈশ্বিক
স্থায়িত্ব কর্মসূচি জার্নি টু টুমরো–এর অংশ হিসেবে হোটেল লবিতে স্থাপন করা হয়।
ক্রাউন প্লাজা ঢাকা
গুলশানের জেনারেল ম্যানেজার কার্থি ভি কে এই প্রদর্শনীর উদ্বোধন করেন।
তিনি বলেন, “এই
গাছটি শুধু সজ্জার জন্য স্থাপন করা হয়নি। এটি একটি মতাদর্শকেও ফুটিয়ে তুলে। ফেলে
দেওয়া প্লাস্টিককে নতুন রূপ দিয়ে আমরা অতিথি ও সমাজকে নিজেদের ব্যবহার ও সিদ্ধান্ত
নিয়ে নতুন করে ভাবতে উৎসাহিত করতে চাই।”
হোটেলের
নেতৃত্বস্থানীয় কর্মকর্তারা পুরো কাঠামোর পরিকল্পনা ও নির্মাণ নিজেরাই সম্পন্ন
করেন, যা ‘আরআরআর – রিডিউস, রিইউস এবং রিভাইভ’ (হ্রাস, পুনঃব্যবহার এবং
পুনর্জাগরণ) শিরোনামকে বাস্তবে রূপ
দেয়। এই উদ্যোগ শুরু হয় গত জুলাই মাসে। ব্যবস্থাপনা দল বলে যে তারা কর্মক্ষেত্র,
বাসা এবং জনসমাগমে কেবল একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার বন্ধ করবে।
কার্থি আরও বলেন, “জুলাইয়ে
আমরা নিজেদের চ্যালেঞ্জ দিয়েছিলাম যে কাজে নয়, জীবনের সবখানে কেবল একবার
ব্যবহারযোগ্য প্লাস্টিক বন্ধ করব। আজকের এই ইনস্টলেশন সেই সিদ্ধান্তের দৃশ্যমান
ফল।”
তিনি জোর দিয়ে বলেন, অর্থবহ পরিবর্তন গড়ে ওঠে ছোট ছোট
ধারাবাহিক পদক্ষেপ থেকে।
এই প্রকল্পে অবিনষ্ট
প্লাস্টিক বোতলকে উৎসবের প্রতীক হিসেবে নতুন রূপ দেওয়া হয়, যা প্লাস্টিক বর্জ্য
কমাতে নেতৃত্ব-চালিত দৃষ্টিভঙ্গি এবং পরিবেশ সচেতনতা বাড়ানোর ক্ষেত্রে হোটেলের
অঙ্গীকারকে স্পষ্ট করে তুলে ধরে। স্থাপনাটি মনে করিয়ে দেয় যে পরিবেশবান্ধবতা কোনো
ঋতুভিত্তিক দায়িত্ব নয়; এটি মানুষ, পৃথিবী ও সমাজের প্রতি সারাবছরের কর্তব্য।
হোটেল ক্রাউন
প্লাজা অতিথি, অংশীদার এবং ঢাকার নাগরিকদের লবির এই স্থাপনা পরিদর্শনের আমন্ত্রণ
জানায়। একইসাথে আরও সজীব ও সৃজনশীল উৎসবচর্চা নিয়ে আলোচনায় যুক্ত হওয়ার আহ্বান
জানায়।
Make Comment
Login to CommentPopular News
Subscribe to News Letter
Latest News
Weather Outlook
Clear
Dhaka, Bangladesh
Wind: 6.8 kmph · Precip: 0 mm · Pressure: 1012 mb
18.1°C
Tue
22.3°C
Wed
22.1°C
Thu
21.6°C